নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. আইনুল হক। তিনি অভিযোগ করে বলেন, সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা স্থান পেয়েছে। যারা অতীতে আওয়ামী লীগের হয়ে দালালি করেছে, আজ তারা বিএনপির গুরুত্বপূর্ণ পদ দখল করেছে। অথচ আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে এসেছি, কিন্তু আমাদের পদ থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এরশাদ আলী কীভাবে সহ-সাধারণ সম্পাদক পদ পেলেন? মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক শাহিন আলম নিজেই বলেছেন, তিনি জানেন না কিভাবে কমিটিতে স্থান পেয়েছেন।
ডা. আইনুল হক আরও জানান, তারা ইতোমধ্যে এই কমিটি বাতিল ও তদন্তের দাবিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবাইদুর রহমান চন্দন এবং আমিরুল ইসলাম খান আলিমের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য মো. হাসানুজ্জামান বাবু মাস্টার, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম, এমদাদুল হক, কাজী ইকবাল, শাহিন ইকবাল, নিয়ামতপুর সরকারি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে