নিখোঁজের একদিন পর গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ওবায়দুর সিকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।
মারা যাওয়া যুবক ওবায়দুর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। স্থানীয়রা জানান, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হন ওবায়দুর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার মোবাইল ফোনও বন্ধ ছিল।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, স্থানীয়রা সকালে যুবকের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলাসহ হাসপাতালের মর্গে পাঠায়।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে