জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় অভিযান পরিচালনা করেছেন। রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে সার, বীজ ও কীটনাশকের যথাযথ ব্যবহার ও বিক্রয় তদারকি করা হয়। এ সময় মেসার্স শিশির ট্রেডার্সে মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, বেশি দামে সার বিক্রি এবং নিয়ম বহির্ভূত সার সংরক্ষণের কারণে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮, ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত দামে সার বিক্রয় এবং রশিদ যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং নাটুহুদ পুলিশ ক্যাম্পের একটি টীম। সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

