AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে এজাহারভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৪:১৪ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারে এজাহারভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

থানা সূত্র জানায়, গ্রেপ্তার এড়াতে রাজন নিজেকে ভোরের আকাশ নামের পত্রিকার জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে আসছিলেন। এছাড়া নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার সহ-ক্রীড়া সম্পাদক হিসেবেও পরিচিত।

গ্রেপ্তারকৃত রাজন মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মাসকান্দি গ্রামের বাসিন্দা এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম রোস্তম উল্লাহর ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, রাজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত। গ্রেপ্তার এড়াতে সে সাংবাদিক পরিচয় ব্যবহার করছিল। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!