অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির পর তাদের দায়িত্ব শেষ হবে, তার আগে দেশের মানুষের জন্য কার্যকর কিছু রেখে যেতে চান।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
ড. সালেহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টা প্রায়ই বলেন—আমরা যেন কিছু কন্ট্রিবিউট করে যাই। কিন্তু অনেক সময় মানুষ তা চোখে দেখে না। বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না। আমরাও চাই মানুষের কাছে আশার কিছু রেখে যেতে, কারণ পরবর্তী সরকার দায়িত্ব নিলে সময় লাগবে বিষয়গুলো বুঝতে। যদি এর মধ্যেই কিছু কাজ দৃশ্যমান হয়, সেটাই হবে আসল সাফল্য।”
কর আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “সেবা খাতে সাধারণ মানুষকে অনেক হয়রানি সহ্য করতে হয়। লাইসেন্স কিংবা কাগজপত্র করতে গিয়ে মানুষ ঘুরপাক খায়। এসব থেকে নাগরিকদের মুক্তি দিতে হবে। মানুষ ভালো সেবা পেলে তার মূল্য দিতে কৃপণতা করে না।”
টিআরএমএস সফটওয়্যার স্থানীয়ভাবে তৈরি হওয়ায় প্রশংসা করে অর্থ উপদেষ্টা বলেন, “এমন কাজে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করার প্রবণতা আমাদের বেশি। বাইরে থেকে যারা আসে, তারা নিজেদের দেশের সরঞ্জাম বিক্রির চেষ্টা করে। স্থানীয় সক্ষমতা কাজে লাগানোই সবচেয়ে টেকসই সমাধান।”
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু প্রতিষ্ঠান নয়, ব্যক্তি ও কোম্পানি পর্যায়েও কর প্রক্রিয়া সহজ করবে। বর্তমানে কর সংগ্রহে যে বিপুল কাগজপত্রের ঝামেলা পোহাতে হয়, তা অনেকাংশেই দূর হবে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন দাখিল সম্পূর্ণভাবে অনলাইনে বাধ্যতামূলক করা হবে। চলতি বছরই কর সংক্রান্ত অ্যাপ চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কর সংগ্রহ ডিজিটালাইজেশনের পাশাপাশি অডিট সিলেকশনও স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন এবং আইসিএসবি প্রেসিডেন্ট এম নাসিমুল হাই।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে