গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী পবিত্র কোরআন শরিফ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এতিম হিফয শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ তুলে দেওয়া হয়েছে।
শনিবার শ্যামনগর থানা মসজিদ মাদ্রাসা ও এতিমখানা এবং মাদ্রাসা হাম্যাদীয়া শ্যামনগরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কোরআন প্রদান করা হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করার উদ্দেশ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারাদেশে ধাপে ধাপে মাদ্রাসা ও এতিমখানায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

