নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ইসলামি শরিয়া অনুযায়ী পরিচালিত আপন ছোঁয়া প্রোপাটিজ লিঃ এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির নিজস্ব প্রজেক্ট মালিপাড়া ‘আপন ছোঁয়া হক পার্ক’-এ এই উদযাপন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল জান্নাত ফেরদৌস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির লিগ্যাল অ্যাডভাইজার এ্যাডভোকেট শহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর প্রধান ও সাবেক মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান, প্রতিষ্ঠানটির এমডি মানিক মিয়াজী, শরিয়া বোর্ডের প্রধান মাওলানা রেজাউল করিম, এবং প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাফিজুর রহমান পারভেল ও ডক্টর সজিবুর রহমান।
প্রতিষ্ঠানটির এমডি মানিক মিয়াজী বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ও ইসলামের শরীয়ত অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করছি। গত বছর প্রতিষ্ঠানটি চালু করেছি এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছি তার অধিকাংশই বাস্তবায়ন করেছি। প্রথমে আমরা মালিপাড়া আফতাব ফিড মিলের সামনে কাফেটেরিয়া, স্পোর্টস জোন ও হক পার্ক চালু করেছি এবং একটি আইসক্রিম ফ্যাক্টরি শুরু করেছি। ভবিষ্যতে বনপাড়া উপশহর, দয়ারামপুর ও নাটোরে হোম পার্ক চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমরা সামাজিক কাজও শুরু করেছি এবং প্রতিষ্ঠান থেকে আয় হওয়া মোনাফার একটি অংশ সামাজিক কাজে ব্যবহার করছি।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, পরিচালক, শরিয়া বোর্ডের সদস্য, স্থানীয় শিক্ষক, সুধি সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/না.প্র/এ.জে