আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে এবং তা রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা একইসঙ্গে কমিশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
তিনি বলেন, “ভবিষ্যতে যেন স্বৈরাচার আর ফিরে আসতে না পারে, সেজন্যই এ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, রাষ্ট্রীয় কাঠামোতে এমন পরিবর্তন আনতে যা স্বৈরশাসনের সব পথ বন্ধ করে দেবে।”
এর আগে দুপুর ৩টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপে অংশ নেন তিনি। বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে