নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের অর্থায়নে হুইল চেয়ার, সেলাই মেশিন, বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ডালিম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হকসহ উপকারভোগী ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে মোট ১৬টি হুইল চেয়ার, ৮টি সেলাই মেশিন, ৭৭ জোড়া বেঞ্চ ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে উপজেলার অসচ্ছল, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে