AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফেণী
১২:০৩ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

এবার ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সকালে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দ্রুত সটকে পড়ে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ফুটেজ হাতে পেলে কখন, কীভাবে এবং কারা আগুন দিয়েছে তা শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ফেনীর আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান বলেন, “জুলাই শহীদদের অসম্মান করতেই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আশপাশে সিসিটিভি থাকায় পুলিশ চাইলে সহজেই দোষীদের আইনের আওতায় আনতে পারবে।”

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, “থানার খুব কাছে এমন ঘটনা স্পষ্ট করে যে আওয়ামী দুর্বৃত্তরা এখনও এলাকায় সক্রিয়। সাম্প্রতিক সময়ে তারা বিভিন্ন স্থানে নাশকতা করেছে। ভবিষ্যতে আরও বড় অপকর্ম ঘটাতে পারে। অথচ আমরা, যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম, নিজেদের মধ্যে বিভক্ত হয়ে আছি। এখনই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো দরকার।”

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, “আওয়ামী ফ্যাসিস্টরা শুধু এলাকায় সক্রিয় নয়, তারা নাশকতার প্রস্তুতিও নিচ্ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দলমত নির্বিশেষে সবাইকে ফ্যাসিস্ট তৎপরতার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে।”

এর আগে বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীতে একইভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!