যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল।
পৌরসভার সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) মোজাফফর হোসেনের বরখাস্তের অফিসিয়াল নোটিশ জারি করা হয়।
জানা যায়, নওয়াপাড়া পৌরসভার সাবেক দুর্নীতিগ্রস্ত মেয়র সুশান্ত কুমার দাস শান্তর ঘনিষ্ঠ ছিলেন মোজাফফর। কলেজ জীবন থেকেই তারা দুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতৃত্বে জড়িত ছিলেন। এ কারণে তিনি মেয়রের আস্থাভাজন হিসেবে পৌরসভায় নানা ক্ষমতার দাপটে অনিয়ম করে গেছেন বলে অভিযোগ রয়েছে। পৌর নাগরিকদের বিভিন্ন সময় হেনস্তা করাও ছিল তার নিত্যদিনের আচরণ।
সরকার পরিবর্তনের পর মোজাফফরের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের হয়। তিনি অফিস কর্তৃপক্ষকে না জানিয়ে গোপনে আদালতে জামিনের আবেদন করেন, যা আদালত খারিজ করে দিয়ে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তার স্ত্রী জেলহাজতে থাকা স্বামীর স্বাক্ষরিত ছুটির আবেদন পৌরসভার দপ্তরে জমা দেন।
এ বিষয়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “মোজাফফরের বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। তিনি জামিনের চেষ্টা করেছেন, কিন্তু তা আমার জানা ছিল না। পরে তার স্ত্রী ছুটির আবেদন করেন। সাধারণত এমন ক্ষেত্রে বিশেষ বিবেচনায় ছুটি মঞ্জুর করা হতে পারে। তবে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় প্রশাসন তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল জানান, “যেহেতু তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা চলমান রয়েছে, তাই নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
একুশে সংবাদ/য.প্র/এ.জে