AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় ভলিবল ফেডারেশনের মহিলা দলের সহকারী প্রশিক্ষক হলেন নালিতাবাড়ীর ফিরোজ আলম


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০৪:০৫ পিএম, ২৮ জুলাই, ২০২৫

জাতীয় ভলিবল ফেডারেশনের মহিলা দলের সহকারী প্রশিক্ষক হলেন নালিতাবাড়ীর ফিরোজ আলম

বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের মহিলা দলের সহকারী প্রশিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফিরোজ আলম। রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ বুলুর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

সূত্রে জানা গেছে, সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (CAVA)-এর আয়োজনে আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত হবে “CAVA Women’s Nations Cup 2025” আন্তর্জাতিক প্রতিযোগিতা। এছাড়া ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৪তম সাউথ এশিয়ান গেমস।

উক্ত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি শক্তিশালী মহিলা ভলিবল দল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে অনাবাসিক বাছাইপর্ব আগামী ৩০ ও ৩১ জুলাই এবং আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে ৮ আগস্ট থেকে, যা চলবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

এই বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সহকারী প্রশিক্ষক হিসেবে ফিরোজ আলমকে মনোনীত করেছে ভলিবল ফেডারেশন।

ফিরোজ আলম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করে পুলিশের জাতীয় ভলিবল দলে খেলোয়াড় হিসেবে যুক্ত হন। পরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনেন।

এক পর্যায়ে তিনি বাংলাদেশ পুলিশ ভলিবল দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি পুলিশ ভলিবল দলের প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!