AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০৩:৪৫ পিএম, ২৮ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি সদস্যরা। শনিবার (২৬ জুলাই) ও রোববার (২৭ জুলাই) পৃথক অভিযানে রামচন্দ্রকুড়া ও গোবরাকুড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে জব্দ করা হয় এক লাখ পিস জিলেট ব্লেড এবং ৩ হাজার ১৯২ পিস কাবেরী মেহেদী।

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ভারতীয় জিলেট ব্লেড জব্দ করে, যার সিজার মূল্য ৫ লাখ টাকা। অন্যদিকে, গোবরাকুড়া বিওপি’র টহল দল ২৬ জুলাই অভিযান চালিয়ে ৩ হাজার ১৯২ পিস ভারতীয় কাবেরী মেহেদী জব্দ করে, যার সিজার মূল্য ৮০ হাজার টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!