গাজীপুরের কালীগঞ্জে এসএসসি, এইচএসসি, কারিগরি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস। সোমবার (২৮ জুলাই) দুপুরে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGSFI) প্রকল্প এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতায় উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর অতিথিদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে