AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণভোট-সনদ সাধারণ মানুষ বোঝে না: মির্জা ফখরুল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৪:২০ পিএম, ৯ নভেম্বর, ২০২৫

গণভোট-সনদ সাধারণ মানুষ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের দাবি তুলছে, কিন্তু বিএনপির অবস্থান স্পষ্ট— গণভোট হতে হবে নির্বাচনের দিনেই।

তিনি বলেন, “গণভোট বা সনদ—এসব বিষয় সাধারণ মানুষ বোঝে না। জনগণ শুধু নিজের ভোটের অধিকার চায়, যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারে।”

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দেশে যত সংকট দেখা যাচ্ছে, সবই সাজানো ও পরিকল্পিত। জনগণ এসব নাটক বুঝে না—তারা শুধু ভোট দিতে চায়। এই সরকার জনগণের নয়, তাই তাদের কষ্টও বোঝে না।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্যমূল্যে ধান বিক্রির ব্যবস্থা করা হবে এবং নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দাঁড়িপাল্লা আপনারা চেনেন, সেটিও এখন নির্বাচনে অংশ নিচ্ছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এবারের ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ—এটাই আমার শেষ নির্বাচন হতে পারে। তাই ধানের শীষে ভোট চাই।”

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!