বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) রাত ৮টায় চিতলমারী বাজারের একটি অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বর্তমান আহ্বায়ক মো. সোয়েব হোসেন গাজী, যুগ্ম আহ্বায়কবৃন্দ, অন্যান্য নির্বাচন কমিশনার এবং বিপুল সংখ্যক বাজার ব্যবসায়ী।
প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু তফসিল পাঠ করে জানান, আগামী ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি, ১২ নভেম্বর জমা, ১৫ নভেম্বর যাচাই-বাছাই, ১৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে ব্যবসায়ীদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৭০৮ জন। এবারের নির্বাচনে ৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
তফসিল ঘোষণার মধ্য দিয়ে চিতলমারী বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
বর্তমান আহ্বায়ক মো. সোয়েব হোসেন গাজী বলেন, “চিতলমারী বাজারের ব্যবসায়ীরা সবসময় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। আমরা চাই এই কমিটি বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় অগ্রণী ভূমিকা রাখুক। নির্বাচনের প্রতি আগ্রহ ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ।”
তফসিল ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। অনেকে আশা করছেন, আসন্ন এই নির্বাচন বাজার ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিবেশকে আরও সুসংগঠিত ও উন্নত করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

