AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববিদ্যালয়ের অর্জনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী



বিশ্ববিদ্যালয়ের অর্জনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

গণমাধ্যম শুধু খবরের উৎস নয়, এটি জনগণের কণ্ঠস্বর যেখানে সত্য, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার সমন্বয় ঘটে। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অর্জন ও একাডেমিক উৎকর্ষ প্রচারে গণমাধ্যমকে আরও গঠনমূলক ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গণমাধ্যম হতে হতে জনগণের কণ্ঠস্বর এটাই তার প্রকৃত শক্তি। বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার কেন্দ্র নয়, এটি চিন্তা, উদ্ভাবন ও সামাজিক পরিবর্তনের আতুরঘর। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইতিবাচক উদ্যোগ ও সাফল্য প্রচারে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।”

তিনি আরও বলেন, “সমালোচনা গণমাধ্যমের দায়িত্ব, তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয় যা শিক্ষা, গবেষণা ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষ কাজের পরিবেশ নিশ্চিতে সহযোগিতা করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম,  প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ৷

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুছা মল্লিক,
ডিআইইউসাস এর সহ-সভাপতি তানজিল কাজী, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের, সদস্য মো. হৃদয়, মো. নাইমুর রহমান ইমন ও তৌফিকুল হাছান তুরাব উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!