শেরপুরের নালিতাবাড়ীতে এক হাজার টাকার ২১টি জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি দল আমবাগান বাজারে অভিযান চালায়। এসময় মেহেদীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার শরীর তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “উদ্ধার করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, খালি চোখে আসল-নকল পার্থক্য করা কঠিন। জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।”
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

