রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ (মঙ্গলবার) সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে।
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ভাঙ্গুড়া উপজেলার পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়, প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল, বাছের মেমোরিয়াল একাডেমি এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এ আয়োজন করা হয়।
প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতদের জন্য বিশেষ দোয়া করেন এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মুনাজাত করা হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার কিছু পরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বিজিবি, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।
একুশে সংবাদ/প.প্র/এ.জে