বরিশালের উজিরপুরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) জোহর নামাজ শেষে উপজেলা জামে মসজিদে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের উজিরপুর শাখার ব্যবস্থাপক এস. এম. জাহাঙ্গীর আলম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আঃ খালেক, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি ডি. এম. আল আমিন এবং ইসলামি ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ জহিরুল ইসলাম সাগর।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আযাহারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতের আমির মোঃ আল আমিন সরদার, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা বাকিবিল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে