বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ রিয়াজ উদ্দিন রাড়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলার সেক্রেটারি মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি ডি.এম. আল আমিন, উপজেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার এবং শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান শরীফ রুমি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "এই ধরণের সহায়তা কার্যক্রম নারীদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠান শেষে বাছাইকৃত অসহায় ও দুঃস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে