জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক উপজেলা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নে নবজাতক শিশুদের জন্মনিবন্ধনে উৎসাহিত করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের জামালপুর জেলার ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।
সভায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোহছেন উদ্দিন বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।”
একুশে সংবাদ/জা.প্র/এ.জে