ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরম্যান্স গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৩৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেল্লাল উদ্দিন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার, আবাদ তাকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার পাশাপাশি নৈতিকতাসম্পন্ন মানুষ হওয়া জরুরি। এজন্য জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও ধৈর্য ও পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের এলাকার নাম সুনামসহ সমগ্র দেশের মুখ উজ্জ্বল করতে হবে।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে