নওগাঁর মান্দা উপজেলা সদরের বরেন্দ্র অফিসের পেছনে বসতবাড়ির জন্য কেনা জমিতে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এক জমির ক্রেতা। রাস্তা দখল করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
জানা গেছে, কোচড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ইছাহাক আলী ২৮ বছর আগে মান্দা উপজেলার বড়পই মৌজার ১৫১/৪৭৫ খতিয়ানের ৫ নম্বর দাগে কয়েক শতক জমি ক্রয় করেন। সেখানে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি চলছিল। তবে সম্প্রতি জমিতে যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তাটি জোরপূর্বকভাবে বন্ধ করে মৃত ফজলুর রহমান ওরফে ফজুর স্ত্রী মনোয়ারা বেওয়া ইটের প্রাচীর নির্মাণ করেন বলে অভিযোগ করেছেন ইছাহাক আলী।
এ ঘটনায় তিনি আজ সোমবার মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় জমিতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে তাদের কোনো বিকল্প রাস্তা নেই। বিষয়টি সমাধানে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
একুশে সংবাদ/ন.প্র/এ.জে