শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা হলরুম ‘তেপান্তর’-এ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে