চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মো. জিসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেপারীপাড়া এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিসান স্থানীয় চৌধুরীহাট এলাকার একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি কধুরখীল এলাকার মো. সোলাইমান বাবুর্চির ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে জিসান ছিলেন দ্বিতীয়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। জিসান মৃত্যুর আগে গভীর রাত পর্যন্ত এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা মো. সোলাইমান বাবুর্চি বলেন, “প্রায় এক মাস আগে কক্সবাজার যাওয়ার কথা বলে বন্ধুদের সঙ্গে ঢাকা গিয়েছিল জিসান। পাঁচ-ছয় দিন পর বাড়িতে ফিরে সারাক্ষণ মোবাইলে বন্ধুদের সঙ্গে কথা বলত। পরিবারের কারও সঙ্গে কথা বলত না। এমনকি ঘরের খরচ দেওয়া বন্ধ করে দেয়। তার মায়ের স্বর্ণালঙ্কারও বিক্রি করে দিয়েছে। হয়তো কোথাও ঋণ হয়েছিল, কিন্তু আমাদের কিছু বলেনি।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে