ঢাকা জেলার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাকসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ছয় চাকার একটি ট্রাক, একটি ধারালো ছোরা ও চারটি লক কাটার উদ্ধার করে পুলিশ।
রবিবার (২০ জুলাই) সকালে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি পুলিশ জানায়, ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের আমতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মো. শাহাজল (৩৮), পিতা মো. বিল্লাল, গ্রাম: সাধুরপাড়া, থানা: বকশীগঞ্জ, জেলা: জামালপুর। তিনি গাজীপুরের বাইমাইল এলাকায় বসবাস করতেন। মো. সুমন মিয়া (৩৫), পিতা মৃত হাকিম, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ। তিনি গাজীপুর জেলার বাসন থানার মোঘরখাল এলাকায় বসবাস করতেন।
পুলিশ আরও জানায়, মো. শাহাজলের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় ২৫ মে ২০২১ তারিখে সাধারণ ডায়েরি (নং-৯৫৫/২০২১) রয়েছে। অপরদিকে মো. সুমন মিয়া একজন সন্দেহভাজন আসামি হিসেবে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার (এফআইআর নং-১০, তারিখ ১০ মে ২০২৫; ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি ১৮৬০) তদন্তাধীন।
ওসি মো. জালাল উদ্দিন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন স্থানে ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/সা.প্র/এ.জে