গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টা শিথিলের পর ফের বাড়ানো হয়েছে। এবার নতুন করে আরও ১০ ঘণ্টার জন্য কারফিউ বাড়ানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে কারফিউ শনিবার রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।
এর আগে, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে ঘিরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই দিনই প্রাণ হারান চারজন। পরদিন থেকেই জেলার বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়।
প্রথম দফায় ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই বেলা ১১টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়। পরে তিন ঘণ্টার বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফের কারফিউ কার্যকর ছিল। এরপর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়।
সর্বশেষ আবারও শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত নতুন করে ১০ ঘণ্টার জন্য কারফিউ বাড়ানো হলো।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে