AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১২


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৮:২২ পিএম, ১৮ জুলাই, ২০২৫

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।শুক্রবার কোটালীপাড়া থানায় এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।

মামলার পর কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো: আব্দুল আলিম (১৮), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন,
“বিশেষ ক্ষমতা আইনে উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত আসামী করে মামলা করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

অপরদিকে, গত বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট এলাকায় জড়ো হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল আয়োজন করে। এই বিক্ষোভ মিছিলের কারণে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!