তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী "মাল্টিমিডিয়া জার্নালিজম" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে রামগঞ্জ ও রায়পুর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষ। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং ইউল্যাব-এর অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আবু তাহের। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা মনি।
প্রশিক্ষণে মাল্টিমিডিয়া জার্নালিজমের আধুনিক কৌশল, সংবাদ পরিবেশনে প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে