পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে মুবিন (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর শহরের নিউ মার্কেট এলাকার প্রিন্স হোটেলের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। এসময় মুবিন ও তামিম শামীম (২৩) নামে দুইজন ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন। পরে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুবিন।
নিহত মুবিন মঠবাড়িয়া বাজার সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী মহারাজের ছোট ছেলে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর শহরের বাসিন্দা মুবিন ও রনির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই বুধবার বিকেলে কথাকাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে রনির অনুসারীরা মুবিন ও তামিম শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানেই মুবিনের মৃত্যু হয়।
নিহতের মামা ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা অভিযোগ করে বলেন, “উপজেলা যুবদলের কাউন্সিল নিয়ে বিরোধের সূত্রপাত। এর জেরেই আমার ভাগ্নে নিহত হয়েছে। আমাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।”
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/পি.প্র/এ.জে