AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অশ্রুসিক্ত বিদায়ে ভূরুঙ্গামারী ইউএনও মো. গোলাম ফেরদৌসকে সংবর্ধনা



অশ্রুসিক্ত বিদায়ে ভূরুঙ্গামারী ইউএনও মো. গোলাম ফেরদৌসকে সংবর্ধনা

অশ্রুসিক্ত ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় বিদায় জানানো হলো ভূরুঙ্গামারীর প্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম ফেরদৌসকে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, “মো. গোলাম ফেরদৌস ছিলেন দায়িত্বশীল, সৎ ও মানবিক প্রশাসক, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। তাঁর কর্মদক্ষতা, সহজ-সরল আচরণ ও আন্তরিকতায় তিনি ভূরুঙ্গামারীবাসীর হৃদয়ে অমলিন হয়ে থাকবেন।”

বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে মো. গোলাম ফেরদৌস বলেন,
“ভূরুঙ্গামারীর মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে, তা আমি আজীবন মনে রাখবো। উন্নয়ন ও সেবার যে সামান্য চেষ্টা করেছি, তা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। জীবনের যেখানেই থাকি না কেন, ভূরুঙ্গামারীর জন্য আমার হৃদয়ে সবসময় আলাদা জায়গা থাকবে।”

অনুষ্ঠান শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশে অনেকের চোখে জল দেখা যায়।

উল্লেখ্য, মো. গোলাম ফেরদৌস সম্প্রতি প্রোমোশনজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে ভূরুঙ্গামারী উপজেলা থেকে বিদায় নিচ্ছেন।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!