AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে উপজেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আটজনকে জরিমানা


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৮:২০ পিএম, ১৬ জুলাই, ২০২৫

তিতাসে উপজেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আটজনকে জরিমানা

কুমিল্লার তিতাস উপজেলায় উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটজন ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা, তিতাস থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় বাতাকান্দি বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ ১,০৭০ পিস কারেন্ট জাল ও ‘চায়না দুয়ারি’ রিং জালসহ ৮ জন ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে আটককৃতদের বিরুদ্ধে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন জানান, “জলজ সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!