AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীর নতুন ইউএনও দীপ জন মিত্র



ভূরুঙ্গামারীর নতুন ইউএনও দীপ জন মিত্র

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা দীপ জন মিত্র।

রবিবার (১৩ জুলাই) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনটি সিনিয়র সহকারী কমিশনার মো. রেজাউল ইসলাম স্বাক্ষর করেন (স্মারক নম্বর: ০৫.৪৭.০০০০.০০৬.০৮.০০২.২২-৫৯৯)।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দীপ জন মিত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করবেন।

দীপ জন মিত্র ৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন ক্যাডারে যোগ দেন। ২০২২ সালের জানুয়ারি থেকে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে রাজস্ব শাখা ও ভূমি সেবা কেন্দ্রে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি শেরপুর জেলার নকলা উপজেলায় ইউএনও হিসেবে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ৮ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন।

নতুন ইউএনও হিসেবে দীপ জন মিত্র দায়িত্ব গ্রহণের খবরে ভূরুঙ্গামারীতে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং জনসেবা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!