AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় গুলি-পিস্তল উদ্ধার, আটক ব্যাক্তিকে ছেড়ে দিয়েছে পুলিশ



ভালুকায় গুলি-পিস্তল উদ্ধার, আটক ব্যাক্তিকে ছেড়ে দিয়েছে পুলিশ

ময়মনসিংহের ভালুকায় কৃষকদল নেতার বাড়ীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ হাফিজ উদ্দিন সরকার নামে ওই নেতাকে আটক পুলিশ কাছে হস্তান্তরের পরে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেন ভালুকা মডেল থানার পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ।

আটককৃত হাফিজ উদ্দিন সরকার, হবিরবাড়ি ইউনিয়নের কৃষকদলের সহ-সভাপতি ও জীবতলা গ্রামের মৃত নুরু মুন্সির ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার জীবনতলা গ্রামে হাফিজ উদ্দিনের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী, এ সময় হাফিজ উদ্দিনের ঘরের পিছন থেকে ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করেন সেনাবাহিনী। এ সময় কৃষকদল নেতা হাফিজ উদ্দিন সরকারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর সেনাবাহিনী। পরে হাফিজ উদ্দিনকে রহস্য জনকভাবে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার সর্তে একাধিক ব্যক্তি জানান, দুই পাশে পুলিশ মাঝে হাফিজ উদ্দিন টেবিলে গুলি ও পিস্তলসহ আটকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আমরা জানতে পারি। তবে এখন দেখছি সে বাসায় আছে। সে নির্দোষ হলে কেন তাকে আটক করা হয় এবং দোষী হলে কেনো ছেড়ে দেওয়া হয়েছে তা উর্ধতন কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন। ঘটনার রাতে হফিজ উদ্দিনের বাড়ী থেকে প্রায় ৪০ ফুট দূরে পলিথিনে মোড়ানো জংধরা একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজ উদ্দিনকে ছেড়ে দেয়া হয়েছে। ওই ঘটনায় মামলা হয়েছে।

 


একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!