মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ মুজিবুর রহমান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মুজিবুর রহমান বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে বড়লেখা থানার এসআই মো. আব্দুর রাকিব সঙ্গীয় ফোর্সসহ ফকিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় মদ (Officer’s Choice Premium Whiskey) এবং ১২টি পলিথিনের প্যাকেটে মোড়ানো মোট ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে