AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৭ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার (৩১ আগস্ট) তিনি প্রধান বিচারপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

এর আগে অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা অবস্থায় তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তলব করেছিল। ওই ব্যাখ্যা উপস্থাপনের পর তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেন। পরে প্রধান বিচারপতি সেটি রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন।

গত ২৩ মার্চ রাষ্ট্রপতির নির্দেশে বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ অক্টোবর দুর্নীতি ও ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয় এবং তাদের বেঞ্চ পরিচালনা বন্ধ করে দেওয়া হয়। এ তালিকায় বিচারপতি আখতারুজ্জামানও ছিলেন।

ছুটিতে পাঠানো বিচারপতিদের মধ্যে আছেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

অভিযোগ ওঠার পর থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত কার্যক্রম চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় বিচারপতি আখতারুজ্জামানকে জবাবদিহির জন্য তলব করা হয়, যা শেষ পর্যন্ত তার পদত্যাগের মধ্য দিয়ে সমাপ্তি টানে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!