গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে মিছিলটি পৌরসভার প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে নেতাকর্মীরা নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন: গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার ইকবাল হোসেন, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহর, উপজেলা শাখার আহ্বায়ক আলামিন মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিফাত উজ্জামান এবং ছাত্র গণঅধিকার পরিষদের সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের মোল্লা। এছাড়া স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে