রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ের উন্নত সুবিধা নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
রোববার (১৩ জুলাই) বিকেল ৫টায় গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন তাপসি ভবনে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেয়ারের চেয়ারম্যান ডা. ওয়াজেদ জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন, পরিচালক শাখাওয়াত আহমেদ এবং পরিচালক গোবিন্দ কুমার।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সবাই প্রতিষ্ঠানটির সফলতা ও জনকল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
চেয়ারম্যান ডা. ওয়াজেদ জামিল বলেন, “আমরা কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। এখানে অভিজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত টেকনোলজিস্ট দ্বারা রোগ নির্ণয়ের আধুনিক ব্যবস্থা থাকবে। পাশাপাশি গোয়ালন্দবাসীর জরুরি প্রয়োজন বিবেচনায় ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখা হবে।”
উদ্যোক্তারা জানান, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাফি, ব্লাড টেস্টসহ সবধরনের আধুনিক পরীক্ষার ব্যবস্থা থাকবে। পাশাপাশি নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এই ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা গোয়ালন্দের স্বাস্থ্যখাতে এক নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে