AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে আইন-শৃঙ্খলা কমিটির সভা


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৭:৫৩ পিএম, ১৩ জুলাই, ২০২৫

কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

কুড়িগ্রামকে মাদকমুক্ত জেলা গড়তে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পুলিশের এএসপি মাসুদ রানা, মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে মাদক প্রবেশের ঝুঁকি বেশি। তাই জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সমন্বয়ে মাদক প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও অভিযান জোরদার করতে হবে।

জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা বলেন, “ভারতের তিনটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের সঙ্গে কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। নদ-নদীঘেরা এই সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশের আশঙ্কা থেকেই যায়। তাই মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে এটি একটি বড় চ্যালেঞ্জ। সকলের সহযোগিতায় আমরা এ চ্যালেঞ্জ মোকাবিলা করব।”

তিনি আরও জানান, প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মাদক নির্মূলে সক্রিয় রয়েছে। জেলার সর্বত্র জনসচেতনতা বাড়াতে সভা, সমাবেশ ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!