সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আবু সাঈদের ছেলে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য ফজলুল আজিম চৌধুরী অন্তর (১৭) এবং একই ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামের মৃত ফরিদ খাঁনের ছেলে ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সামছুল নূর খাঁন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশনায় সাব-ইন্সপেক্টর মো. আল আমিনের নেতৃত্বে শুক্রবার দুপুরে কলকলিয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা অন্তরকে খাশিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে শনিবার সকালে ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযানে গোড়ারগাঁও গ্রামের সামছুল নূর খাঁনকে এরালিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, শুক্রবার দুপুরে অন্তরকে এবং শনিবার সকালে সামছুল নূরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
