AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে নৌকা ঘাটে অতিরিক্ত অর্থ আদায়, বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৬:৪৩ পিএম, ১২ জুলাই, ২০২৫

কুড়িগ্রামে নৌকা ঘাটে অতিরিক্ত অর্থ আদায়, বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন চরাঞ্চলের শত শত মানুষ। শনিবার (১২ জুলাই) বিকেলে যাত্রাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী এ ঘাটে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন চরাঞ্চলের কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, যাত্রাপুর হাটে (শনিবার ও মঙ্গলবার) আসা চরের মানুষের কাছ থেকে নিয়মিতভাবে নির্ধারিত খাজনার অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ঘাট ইজারাদার ও তার লোকজন নানা অজুহাতে জোরপূর্বক এ অর্থ আদায় করছে।

মানববন্ধনে বক্তব্য দেন যাত্রাপুর হাটের ব্যবসায়ী নজরুল আর্মি, যাত্রাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, ইউপি সদস্য আবু রায়হান, মাসুদ রানা, আব্দুস সালাম প্রমুখ।

চরের বাসিন্দা মাসুদ রানা বলেন, “আমরা ১ থেকে দেড় লাখ মানুষ এই হাটে আসি। কিছু কিনলে বা বিক্রি করলেই চাঁদা দিতে হয়। অতিরিক্ত খাজনার কারণে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে, আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি।”

ইউপি প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, “চরের মানুষদের জিম্মি করে ঘাটে টাকা আদায় করছে ইজারাদার। এটি অনৈতিক ও অবিচার। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, যেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”
এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, “ঘাটটি জেলা পরিষদের আওতাধীন। জেলা পরিষদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চরবাসীর এ মানববন্ধন ঘিরে স্থানীয়ভাবে সচেতন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সবার দাবি, অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করে চরবাসীর কষ্ট লাঘব করা হোক।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!