পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালি গ্রামে ছাগল গাছ খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে গত ৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে কোটখালি বাজারে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। এ সময় জনসমক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে সুলতান খান, বাবুল খান ও মো. দুলাল খানকে ছুরি দিয়ে বুকে, পিঠে ও মাথায় আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বাবুল খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে বরিশাল ও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়।

হামলাকারীরা হলেন—মো. সাইমুব খান, বাইজিদ খান, ইমাম খান ও শান্ত খান, যারা একই গ্রামের বাসিন্দা।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে ইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে