AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় টেকসই বেড়িবাঁধের অভাবে বন্ধ আন্তঃজেলা যোগাযোগ, হুমকিতে জনজীবন



গলাচিপায় টেকসই বেড়িবাঁধের অভাবে বন্ধ আন্তঃজেলা যোগাযোগ, হুমকিতে জনজীবন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদী তীরবর্তী অঞ্চলে টেকসই বেড়িবাঁধ না থাকায় একদিকে যেমন আন্তঃজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অন্যদিকে নদীভাঙনের হুমকিতে রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদরাসা, হাটবাজার, কৃষিজমি এবং প্রয়াত সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদের সমাধি।

স্থানীয়দের অভিযোগ, রামনাবাদ নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা শত বছরের ঐতিহ্য ও স্থাপনাগুলো ক্রমাগত নদীগর্ভে বিলীন হওয়ার পথে। ফলে ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি জনজীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

নদী ভাঙনের কারণে ডাকুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে হাজার হাজার একর আবাদি জমি হুমকির মুখে। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ আন্তঃজেলা সড়ক যোগাযোগ। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

স্থানীয় জনগণের দাবি, অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকা রক্ষার পাশাপাশি আন্তঃজেলা সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। তাদের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, যাতে এই ঐতিহ্যবাহী অঞ্চল মানচিত্র থেকে হারিয়ে না যায়।

 


একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!