২০২৪ সালের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৮৯ নম্বর ঠোলনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা।
এই অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে “সোনালী অতীত প্রজন্ম ‘৯০” নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে কৃতী ছাত্রীদের সম্মাননা স্মারক, মূল্যবান শিক্ষামূলক বই এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে বিজয়ী ছাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, “ছাত্রীদের এই অর্জন শুধু বিদ্যালয়ের জন্য নয়, গোটা এলাকার জন্যই গর্বের বিষয়। এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।”
তারা আরও জানান, ‘সোনালী অতীত প্রজন্ম ‘৯০’ কেবল একটি সামাজিক সংগঠন নয়, বরং এটি একটি মানবিক প্ল্যাটফর্ম যা শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার মতো বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটির এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/গো.প্র/এ.জে