পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, ভাঙ্গুড়া প্রেস ক্লাব সভাপতি মাহবুব উল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. মহির উদ্দীন, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান দুলাল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক নিখিল চন্দ্র, শিক্ষক, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।
এছাড়া ভাঙ্গুড়া উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
একুশে সংবাদ/পা.প্র/এ.জে