চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম আযাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে ভূজপুর ইউনিয়ন পরিষদ মাঠে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ভূজপুর হিজবুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
নুরুল আলম আযাদ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভূজপুর ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং একজন বিশিষ্ট সমাজসেবক।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন উদ্বোধন করেন মরহুমের ছোট ভাই খোরশেদুল আলম আজাদ। সভাপতিত্ব করেন হিজবুল্লাহ ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ মুহিব বিন আমীন। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও জামিয়া ইসলামিয়া ভূজপুর কাজিরহাট মাদ্রাসার পরিচালক মাওলানা জুনায়েদ বিন জালাল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ তারেকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নূরী, বর্তমান চেয়ারম্যান এস. এম. এইচ. শাহজাহান চৌধুরী শিপন, থানা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন বাচ্চু, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আবু তালেব ভূজপুরী, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা এরশাদ বিন জালাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ (রুবেল), মাওলানা তাহের মেম্বার, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক মাওলানা আসগর সালেহী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা খালেদ সুলতানী, যুবদল নেতা মুহাম্মদ ফারুক বিন মুসা, আবু জাবেদ, মাওলানা এম. নিজাম উদ্দিন, কাজিরহাট বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বখতিয়ার তালুকদার, মোজাহের মিয়া, মাওলানা হাবিবুল্লাহ দিদু, শহিদুল্লাহ, পারভেজ, হাকিম এমরান বিন জালাল, লোকমান হোসেন মেম্বার, মোহাম্মদ সোহেল মেম্বার, মাওলানা রাসেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাসুম আজাদ, মামুন আজাদ, মাওলানা শিহাব উদ্দিন, হাফেজ ওয়াহিদুল্লাহ, মাওলানা নুরুল আবসার, মুহাম্মদ ইসলাম, মাওলানা নাঈম উদ্দিন, হাসান তালুকদার, ইমরান তালুকদারসহ অনেকেই।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা ইলিয়াস মজুমদার।
বক্তব্যে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নুরুল আলম আযাদ ছিলেন একজন সৎ, আদর্শবান ও নির্লোভ রাজনীতিক। তিনি সমাজসেবা, শিক্ষা, ক্রীড়া, ধর্মীয় মূল্যবোধ এবং আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। ভূজপুরের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

