AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৮:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম দেওয়ার মিনিটখানেক পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খলিল মৃধা উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত ইনতাজ মৃধার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গেলে তাকে বিষধর সাপ কামড়ায়। প্রায় এক ঘণ্টা পর স্বজনরা তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হন যে তিনি বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। বেলা ১টার দিকে তাকে এন্টিভেনম দেওয়া হয়। কিন্তু মাত্র এক মিনিটের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে. এম. মাহমুদ রহমান বলেন, “রোগীকে হাসপাতালে আনার সময়ই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। সাপে কাটার পর হাসপাতালে আনতে দেরি হওয়ায় এবং পথে বমি করার কারণে অবস্থার আরও অবনতি ঘটে। দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা সত্ত্বেও এন্টিভেনম প্রয়োগের পরপরই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!