ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)-এর ভোলা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে ২৩ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী রাজীব হায়দার। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলী আশরাফ। অনুষ্ঠানে ভোলা জেলা ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল হান্নান খোকন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পারভেজ রানা।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: মুহাম্মদ মাকসুদুর রহমান (সম্পাদক, দৈনিক ভোলার বাণী)
সহ-সভাপতি: মনিরুল ইসলাম, মোঃ রিয়াদ হোসেন, এডভোকেট হেলাল উদ্দিন সোহেল
যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুর রহমান, মোঃ রিয়াজ
অর্থ সম্পাদক: ইকবাল হোসেন রিপন
দপ্তর সম্পাদক: আব্দুর রহিম
প্রচার সম্পাদক: মোঃ মিরাজ হোসেন
সমাজকল্যাণ সম্পাদক: মোঃ আলাউদ্দিন
আইন সম্পাদক: মোঃ শাহীন কাদের (এলএলবি)
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ রিয়াজুল ইসলাম
শিক্ষা ও গবেষণা সম্পাদক: মোঃ নাজিউর রহমান নাঈম
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: আক্তার হাওলাদার
ধর্ম সম্পাদক: মোঃ আব্দুল আল-আমিন
নির্বাহী সদস্য: মোঃ মহিবুল্লাহ মুহিব, মোঃ ফরিদ রানা, মোঃ শাকিল, মোঃ শরীফ, মোঃ অনিক ইসলাম।
প্রধান উপদেষ্টা: মুহাম্মদ শওকাত হোসেন (সম্পাদক, দৈনিক আজকের ভোলা)
উপদেষ্টা: মোঃ মামুন গোলদার (ব্যবসায়ী), এডভোকেট শাহাদাত হোসেন শাহীন, সাংবাদিক আল-আমিন শাহরিয়ার, ইউনুছ শরীফ।
নবগঠিত কমিটি আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে সভায় জানানো হয়।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

