AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে ছুরিকাঘাতে যুবক নিহত, তদন্তে পুলিশ


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০২:৩৭ পিএম, ২৭ মে, ২০২৫

সাভারে ছুরিকাঘাতে যুবক নিহত, তদন্তে পুলিশ

সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুর্জয় শেখ (৪৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকালে সাভার পৌরসভার কোটবাড়ি মহল্লা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত দুর্জয় শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোলপাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে। তিনি সাভারের কোটবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন এবং রাজধানীর কাওরান বাজারে কুলির কাজ করতেন।

দুর্জয়ের স্ত্রী বিলকিস জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি বাসায় ফিরে রাতের খাবার খেয়ে বের হয়ে যান সিগারেট কেনার উদ্দেশ্যে। এরপর আর ফেরেননি। সকালে স্থানীয়রা বাসা থেকে কিছুটা দূরে একটি স্থানে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, দুর্জয় মাদকাসক্ত ছিলেন এবং এটি হয়তো তার মৃত্যুর পেছনে কোনো ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/সা.প্র/এ.জে

Link copied!